
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ফেসবুকে ভুয়া এজহার প্রচার করে ভয় দেখিয়ে অর্থ আদায়ের ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ পরামর্শ দেয়। পুলিশ জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি করার ভয় দেখিয়ে একটি চক্র জনগণের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে রাজনৈতিক এবং সুশীল শ্রেণির ব্যক্তিরা এই চক্রের টার্গেট হয়ে পড়ছেন, ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কিছু ব্যক্তি কম্পিউটারে টাইপ করে ২০০-৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলার এজহার তৈরি করে তা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তারা আতঙ্কিত করে অর্থ আদায় করছে। পুলিশ জনসাধারণকে পরামর্শ দিয়েছে, এ ধরনের ভুয়া এজহার দেখে আতঙ্কিত না হয়ে সদর মডেল থানায় যোগাযোগ করতে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘থানায় কোনো মামলা নথিভুক্ত হলে সেটির এজহারের প্রতিটি পাতায় সাক্ষর এবং সিলমোহর থাকে। সাক্ষর এবং সিলমোহর ছাড়া কোনো এজহার ভুয়া। যারা ফেসবুকে এসব ভুয়া এজহার ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ পরিস্থিতিতে পুলিশের এই সতর্কতা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর