জামালপুরের সরিষাবাড়ীতে ক্যান্সার রোগীর চিকিৎসার নামে অর্থ আদায়কালে জনতার হাতে তিন ভুয়া সমন্বয়ক আটক হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। পৌর সভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে জিজ্ঞাসাবাদে ভুয়া সমন্বয়ক প্রমাণ পেয়ে তাদেরকে থানা পুলিশে সোপর্দ করে। তাঁদের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাঁদের ছেড়ে দিয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৈশাখি আক্তার, ব্রাহ্মণজানি আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত মিয়া, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসানসহ কতিপয় শিক্ষার্থী ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যানরত আকুল মিয়া নামে সমন্বয়ক পরিচয়দানকারীর পরামর্শে ক্যান্সার রোগীর চিকিৎসার নামে অর্থ আদায় করে আসছিল। উপজেলার বিভিন্ন এলাকায় ভুয়া সমন্বয়ক সেজে রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখি খাতুন ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করার বিষয়টি অনেকেই সন্দেহের চোখে দেখছিল। এ ঘটনায় সুজন মাহমুদ বলেন, নিজেকে সমন্বয়ের দাবি করা আকুল ছেলেটা ছাত্রলীগের সাবেক কর্মী ছিল। ৫ তারিখের আগে কোন মিছিলে তাকে পাওয়া যায় নাই। শেখ হাসিনা পতনের পরে নিজেকে সমন্বয়ক সাইনবোর্ড লাগিয়ে বন্যার্তদের সাহায্যের নামে সরিষাবাড়ির বিভিন্ন আনাচে-কানাচে থেকে অনেক টাকা কালেকশন করেছে। শাকিল ইসলাম আবির বলেন, বৈশাখি বিভিন্ন ছেলেদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে কোথায় ঘুরতে যাওয়ার কথা বলে আওয়ামী লীগের কিছু পোলাপানের সাথে যোগাযোগ করতো এবং তাদের লোকেশন জানিয়ে দিত।
আওয়ামী লীগের পোলাপান ঐ জায়গায় গেলে তখন বৈশাখি বলতো ‘আমাকে জোর করে এখানে আনা হয়েছে’ এসব বলে বিভিন্ন ভিডিও বানিয়ে ছেলেকে ব্লাক মেইল করতো এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এ ছাড়াও বৈশাখি মহিলা কলেজের অনেক স্টুডেন্ট এর কাছে থেকে উপবৃত্তি করিয়ে দিবে এমন কথা বলে টাকা হাতিয়ে নিয়েছিল।
শফিক ভূইয়া বলেন, আন্দোলনের সমন্বয়করা বর্তমানে পড়াশোনায় ফিরে গেছে। এখন যারা আছেন তারা মূলত ৫ তারিখের পরের চু‘তিয়া। সরিষাবাড়ী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থী মাহি শাহরিয়ার। রুবেল হোসাইন বলেন, সরিষাবাড়িতে ভুয়া সমন্বয়ক কয়েক জন মিলে ক্যান্সার রোগীকে সাহায্য করার নাম করে জনগণের নিকট থেকে টাকা তুলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত। এরা এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারণার কাজে লিপ্ত ছিল বৈশাখি ও তার সহযোগী প্রতারক চক্র।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান তিন সমন্বয়কের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডে করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর