নাটোরের গুরুদাসপুরে লক্ষাধিক ছাগল-ভেড়াকে সম্পূর্ণ বিনামূল্যে পিপিআর টিকা প্রদানের সাফল্য অর্জন করেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ১ লাখ ৯ হাজার ৬০টি ছাগল ও ৬ হাজার ৯৮৭ টি ভেড়াসহ মোট ১ লাখ ১৬ হাজার ৪৭টি ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে ১৭ হাজার ৪৯৪টি ছাগল ও ৮২৭টি ভেড়াসহ মোট ১৮ হাজার ৩২১টি, বিয়াঘাটের ১৪ হাজার ৪৭৯টি ছাগল ও ৬২১টি ভেড়াসহ মোট ১৪ হাজার ৫০০টি, খুবজীপুরের ১৩ হাজার ২১ টি ছাগল ও ৫৭৯টি ভেড়াসহ মোট ১৩ হাজার ৬০০টি, মশিন্দার ১২ হাজার ৭৯৯টি ছাগল ও ১ হাজার ৪২১টি ভেড়াসহ মোট ১৪ হাজার ২২০টি, ধারাবারিষা ইউনিয়নের ১৫ হাজার ২৬৩টি ছাগল ও ৭৬১টি ভেড়াসহ মোট ১৬ হাজার ২৪টি, চাপিলার ২১ হাজার ৬৮৪টি ছাগল ও ১ হাজার ৬১৬টি ভেড়াসহ মোট ২৩ হাজার ৩০০টি এবং পৌরসভায় ১৪ হাজার ৩২০ ছাগল ও ১ হাজার ১৬২টি ভেড়াসহ মোট ১৫ হাজার ৪৮২টি ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, সাতটি টিমে ২ জন করে ১৪ জন উপসহকারী প্রাণিসম্পদ অফিসার পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পেইন করেছেন। মাইকে ও উঠান বৈঠকে মুখে মুখে ব্যাপক প্রচার এবং বাড়ি বাড়ি গিয়ে ছাগল-ভেড়াকে টিকা প্রদান করা হয়।
তিনি আরো বলেন, মেয়াদ শেষ হলেও সার্সিং করে টিকা প্রদান চলমান আছে। প্রতিদিন প্রাণিসম্পদ অফিসে এনে বাদপড়া অনেক ছাগল- ভেড়াকে টিকা দেয়া হচ্ছে। এতে জনগণের ব্যাপক সারা মিলেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর