র্যাবের অভিযানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলমকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে জেলার গাংনী উপজেলা শহরস্থ তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়। র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
র্যাব সূত্র জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ধ্বংসাত্মক কার্যকলাপ করার লক্ষ্যে নিজেদের বাড়িতে দলীয় লোকজন নিয়ে বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এবং গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত তারা থানা হেফাজতে আছ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর