
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে সংঘটিত সংঘর্ষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রশিবির বলে চালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা।
বুধবার দুপুরে (৩০ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ এবং সেক্রেটারি দাউদ ইসলামের যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে সংঘটিত সংঘর্ষে বিবাদমান কোনো পক্ষের সঙ্গে ছাত্রশিবিরের কোনো পর্যায়ের জনশক্তির সম্পৃক্ততা নেই। ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রশিবিরকে জড়ানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।তারা আরও বলেন, তদন্তের মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে সংঘর্ষের কারণ অনুসন্ধান করে প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
শিবির নেতারা বলেন, ছাত্রশিবির একটি সুসংগঠিত সংগঠন, যার রয়েছে শক্তিশালী সাংগঠনিক কাঠামো। সংশ্লিষ্ট এলাকায় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিদ্যমান থাকা সত্ত্বেও তাদের বক্তব্য না নিয়ে একতরফাভাবে ছাত্রশিবিরের বিরুদ্ধে লাগাতার মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার বন্ধ করতে মিডিয়াসহ সকলকে অনুরোধ জানাচ্ছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর