নড়াইলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ বুধবার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পুটিমারি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন- নড়াগাতি থানার শুড়িগাতীর আইয়ুব ফকিরের ছেলে রানা ফকির (২৭), একই গ্রামের মৃত রাজিবুলের ছেলে রাসেল পারভেজ (৩৫)। রানা ফকির ১বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলামের তত্ত্ব¡তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের পুটিমারি বাজার সাকিনস্থ হেমায়েত স্টোরের সামনে পাঁকা রাস্তা হতে রানা ফকির ও রাসেল পারভেজকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,গ্রেফতার রানা ফকির ১বছরের সাজাপ্রাপ্ত আসামি। নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর