আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে। বুধবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
গত বছরের ৫ জুন সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় নাজমাকে। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন। অর্থ বিভাগেরও অতিরিক্ত সচিব ছিলেন নাজমা।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ূমকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়েছে।
আরও দুটি প্রজ্ঞাপনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল্লা হিল আজমকে গ্রেড-১ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর