ঢাকার কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে আটজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় পাভেল মোল্লা গ্রুপ ও আশফাক আহমদ মানিক গ্রুপের মধ্যে এই সমস্যার ঘটনা ঘটে। পাভেল মোল্লা ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও মানিক দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি।
আহতরা হলেন- নিরব (২২),মিরাজ (২৬),মনির মোল্লা (৩৫) আবির মোল্লা (২৩) সৈকত (৩০),ডি কে বাপ্পি (৩০),সিয়াম (২৬) ও তানভীর (২৪)।
জানা গেছে, সাউথ টাউন আবাসিক এলাকার ভেতর বালু ভরাট ও নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে বিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তকোন্দল চলছিল। বুধবার দুপুর ১২ টার দিকে সাউথ টাউন এলাকার ভেতরে পাভেল মোল্লা গ্রুপ প্রবেশ করলে মানিক গ্রুপ তাদেরকে মারধর করে। পরবর্তীতে পাভেল গ্রুপ সংঘবদ্ধ হয়ে বাঘৈর গ্রামে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। পরবর্তীতে পুলিশ কটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর