তিনটি হত্যা মামলায় রিমান্ড শেষে এবার অস্ত্র মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ এই রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়িতে পরিত্যক্ত অবস্থায় জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুর দুটি শটগান পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হেনরী ও লাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর