গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার নাগরী এলাকার গলান বাজারের ১ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. বশির উল্লাহ। তিনি উপজেলার গলান এলাকার মৃত আব্দুল মজিদ ঢালীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার নাগরী এলাকার গলান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ সময় প্রসিকিউটের হিসেবে উপস্থিত ছিলেন BSTI গাজীপুরের পরিদর্শক শিখন সাহা এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর