
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল পরিদর্শন করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাবির ওই দুই হল পরিদর্শন করেন তারা প্রতিনিধিদলের সদস্যরা শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর