ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের ১মবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওই নবীনবরণ ও শিক্ষা সমাপনী ছাত্র- শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক মাশরুর ইমতিয়াজ। নবীন শিক্ষার্থীদের পক্ষে অহিদুল ইসলাম ও নূসরাত জাহান এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে প্রজ্ঞা সাহা ও রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য অবদান রেখে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর