জয়পুরহাটের কালাইয়ে পুলিশ পরিচয়ে দিনের বেলায় বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার উলিপুর ভেরেন্ডি গ্রামে আনিছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বাড়ির লোকজনদের সাথে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে পালসার দুটি মোটরসাইকেল নিয়ে চারজন লোক উলিপুর ভেরেন্ডি গ্রামে আসেন। নিজেদের পুলিশ পরিচয় দেন এবং একজনকে আনিছুরের বাড়ি দেখিয়ে দিতে বলেন। তাদের হাতে হ্যান্ডকাফ থাকায় ছেলেটি পুলিশ বলে তাদের বিশ্বাস করে আনিছুরের বাড়ি দেখিয়ে দেয়। তারা ওই ছেলেকে বিদায় করে দিয়ে তারা বাড়ির ভেতর ঢোকেন এবং বাড়ির সকল সদস্যদের ঘরের বাহিরে একত্রিত করেন। আনিছুর মাদক ব্যবসায়ী হওয়ায় তার ঘরে মাদক আছে বলে নানা ধরনের তাদের ভয়-ভীতি দেখিয়ে তারা ঘরে ঢুকে সকল কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে তল্লাশি শুরু করেন। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন জানতে পারে তারা তল্লাশি নামে আলমারির ড্রয়ার থেকে ৩ ভরি স্বর্ণের গহনা ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আনিছুরের ছেলের ছেলে বাবু মিয়া বলেন, এলাকার সবাই জানে আমার বাবা টুকটাক নেশা করেন এবং তাদের হাতে হ্যান্ডকাফ থাকায় সেখান থেকে ধারণা করা হয়েছে তারা পুলিশ। তারা চলে যাওয়ার পর ঘরে ঢুকে দেখি আমার স্ত্রীর ৩ ভরি স্বর্ণ এবং ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তখন বুঝতে পারি তারা ডাকাত। এরপর পুলিশকে খবর দিলে তারা আমার বাড়িতে আসে।
এ বিষয়ে জানতে চাইলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, সরজমিনে গিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সেখানে কোন ডাকাতির ঘটনা ঘটেছে এমন কোন তথ্য আমরা পাইনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর