সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত ও তিনবারের বিসিএস দেওয়ার সিদ্ধান্তের প্রত্যাহার চান ৩৫ প্রত্যাশীরা। একই সঙ্গে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ ও পাঁচ বার বিসিএসে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে ৩৫ প্রত্যাশীরা। এদিকে দাবি বাস্তবায়ন না করা হলে শনিবার সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক আবু সাইদ সাদ।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের একটি মিটিং রয়েছে। আশা করছি সেখানে আমাদের বিষয়টি আলোচনা হবে এবং একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। আমরা চাই, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং তিনবারের যে বিসিএস এটি যেন পাঁচ বার করা হয়। এর মধ্যে যদি দাবি বাস্তবায়নে কোন পদক্ষেপ না নেওয়া হয়। আমরা শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করব।
এর আগে বুধবার দুপুর ২টায় শিক্ষাভবন সম্মুখ হাইকোর্ট মোড়ের সামনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রাকালে পুলিশের নিক্ষেপ করা জলকামানে ছত্রভঙ্গ হয়ে যায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর