
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করার পরে ডাউন আউটার সিগনালের কাছে আজ বৃহস্পতিবার ভোর ৬ টা ৫০ মিনিটের সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরাঞ্চলে চলাচল করা উভয় পাশে সকল ট্রেন বন্ধ রয়েছে।
পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের লোকমাস্টার সাইফুল আজম বলেন, ইঞ্জিনের লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এটিকে আমরা ট্রেনের সাটডাউন বলে থাকি। পারর্বতীপুর থেকে আরেকটা ইঞ্জিন আসার জন্য বলা হয়েছে।
জয়পুরহাট স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, সিঙ্গেল লাইন এ জন্য উত্তরে বরেন্দ্র এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস এবং দক্ষিণে তিতুমীর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
সহকারী লোক মাস্টার আলমগীর কবির বলেন, জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে এসে ডাউন সিগন্যাল অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি।
লোকমাস্টার সাইফুল আজম বলেন, লুবওয়েলের গেসকেট ফেটে মবিল পবিল পড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর