
জামালপুরের সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ গত চার বছর যাবৎ শুয়াকৈর ঝিনাই নদীর উপর ব্রিজ ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিএনপি’র শাসনামলে বিশাল জনগোষ্ঠীর সমস্যার কথা বিবেচনা করে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ঝিনাই নদীর উপর ২০০৩-০৪ অর্থ বছরে এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয় করে ২০০ মিটার দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ করা হয়।
আওয়ামীলীগ সরকারের সময় কতিপয় বালুখেকো ব্রিজের পাশ থেকে বালু উত্তোলন করলেও এলাকাবাসী তেমন সোচ্চার না হওয়ায় স্থানীয় প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে জানাগেছে।
এর ধারাবাহিকতায় ২০২০ ইং সালের বন্যার পানির স্রোতে ২২ জুলাই ২০০ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের মাঝখানের ৪টি পিলার ও তিনটি স্প্যানসহ ৬০ মিটার নদী গর্ভে বিলীন হয়। চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ সদরের সাথে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই এই ব্রিজ ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। বিকল্প হিসেবে নদী পারাপারে নৌকা ব্যবহারে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা।
আওয়ামী লীগের মন্ত্রী ও এমপি এলাকাবাসীকে দিয়েছেন শুধুই প্রতিশ্রুতি। করতে পারেনি ভাঙ্গা ব্রিজটি জোড়া লাগাতে। পারেনি নতুন ব্রিজ নির্মাণ করতে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এলাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলে জানাগেছে।
এই স্বপ্ন বাস্তবায়ন করতে গত ১৪ অক্টোবর জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম নদী পারাপারে ভোগান্তির শিকার চরাঞ্চলের মানুষদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি মন্ত্রণালয়েই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট জনগুরুত্বসম্পন্ন বিষয়টি তুলে ধরবেন বলে নিশ্চিত করেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম জানান, শুয়াকৈর এলাকায় ঝিনাই নদীতে ৪৭২ মিটার নতুন করে ব্রিজ নির্মাণের জন্য সরেজমিনে পরিদর্শন করে জমি অধিগ্রহণের পরিমাণ হিসাব করে প্রস্তাব পাঠানো হয়। বরাদ্দ পেলেই ব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে বলে তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর