
১ নভেম্বর জয়পুরহাট শহর ও থানা বিএনপির সম্মেলনকে ঘিরে টান টান উত্তেজনা চলছে নেতাকর্মীদের মধ্যে। সম্মেলনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পৌর বিএনপির একাংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
অভিযোগে জানা যায় , সদর থানা কমিটির বৃহত্তর অংশকে ও পৌর বিএনপির বৈধ কমিটিকে বাদ রেখে শুক্রবার (১ নভেম্বর) একতরফা সম্মেলন আহ্বান করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২ টার সময় জয়পুরহাট শহর ও থানা বিএনপির ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা। জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পৌর কমিটির আহ্বায়ক মতিয়র রহমান। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং পাচুরমোড়ে সমাবেশের আয়োজন করা হয়।
এখানে সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, পৌরসভার সাবেক কাউন্সিলর নুরজাহান হ্যাপী, শহর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ শুভ, পাচঁবিবি উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ নওসাদ আলী প্রমূখ।
বক্তারা বলেন, সদর থানা কমিটির বৃহত্তর অংশকে ও পৌর বিএনপির বৈধ কমিটিকে বাদ রেখে শুক্রবার (১ নভেম্বর) একতরফা সম্মেলন করা হলে তা প্রতিহত করা হবে। সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রশাসন দায়ী থাকবে এমন ঘোষণা দেন বক্তারা।
অপরদিকে, সকল নিয়ম মেনে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শেষ করে শহর ও থানা বিএনপির সম্মেলন আহ্বান করা হয়েছে বলে দাবী করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। তিনি বলেন, পুর্ণ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য নির্বাচ্য কমিশন গঠন করা হয়। বিক্ষোভকারীরা নিয়ম মাফিক কাউন্সিল সভায় যোগদান সহ নির্বাচনে অংশ গ্রহন করতে পারে।
কাউন্সিল প্রতিহত করার ঘোষণা দিলেও যথা নিয়মে কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও এ প্রতিনিধিকে জানান, গোলজার হোসেন। একপক্ষের সম্মেলন করার প্রস্তুতি অপরপক্ষের প্রতিহত করার ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমের বৈরাগীর মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানে বুধবার রাত সাড়ে ৮ টার সময় হামলাসহ ভাংচুরের ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১ নভেম্বর) জয়পুরহাট নতুনহাট এলাকায় শহর ও থানা বিএনপির কাউন্সিল ও ভোট হওয়ার কথা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর