ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশু ছেলে নিহত ও মা সহ আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন তালুটিয়া গ্রামের আশ্রাফুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর পাশে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে গিয়ে পাতার নিচে থাকা ভিমরুলের বাসা থেকে এক ঝাঁক ভিমরুলের কামড়ে হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০), শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭), আশ্রাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) আহত হয়।
পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তুহিনকে মৃত ঘোষণা করে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, আমি শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুল কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর