অস্থিতিশীল তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির মানিকছড়িতে বাজার মনিটরিংয়ে নামেন নব-গঠিত বিশেষ ট্রাক্সফোর্স কমিটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজ বাজারখ্যাত মানিকছড়ি বাজারে সর্বসাধারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বর্তমান পরিস্থিতি জানতে মনিটরিং করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি মামলায় ৬ হাজার টাকা ও অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে আরো চারটি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এসময় তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। কেউ যাতে কোনো পণ্যের কারণে কৃত্রিম সংকট তৈরি করতে না সে বিষয়েও প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। মনিটরিংকালে ট্রাক্সফোর্স কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর