খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর তিন কর্মীকে গুলি করে হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডাকা সকাল-সন্ধা সড়ক অপরোধ কর্মসূচি খাগড়াছড়ির মানিকছড়িতে পালিত হয়েছে। অবরোধকে কেন্দ্র করে উপজেলা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে উপজেলা সদরের কলেজ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে ও পিছলাতলা এলাকায় গাছ-বাশ পুড়িয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তা সড়ক থেকে সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করে। অবরোধ চলাকালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে উপজেলার আন্তঃসড়ক গুলোতে মোটরসাইকেল, সিএনজি, ছোটবড় মাহিন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর নিয়মিত টহল জোড়দার রাখায় উপজেলার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান।
উল্লেখ্য, গত বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নামের তিন ইউপিডিএফের কর্মী নিহত হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধা সড়ক অপরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইউপিডিএফ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর