নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ এন্ড মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিজ বিভাগের শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক প্রেমের সম্পর্কে জড়ানো এবং প্রতারণা সংক্রান্ত অভিযোগে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার মুহাম্মদ তামজীদ হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক জনাব এইচ এম মোস্তাফিজুর বহমান এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কর্তৃক যৌন হেনস্তা এবং বিয়ের প্রলোভনে জোরপূর্বক প্রেমের সম্পর্কে জড়ানো এবং প্রতারণা সংক্রান্ত অভিযোগটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা ২০০৮ এর ৫.৯ ধারা অনুযায়ী গঠিত কমিটিতে প্রেরণ করা হয়েছে। উপর্যুক্ত অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ২০১৯-২০ সেশনের এক ছাত্রীর সঙ্গে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্ক করে অন্যত্র বিয়ে করায় এই অভিযোগ তোলে ভুক্তভোগী শিক্ষার্থী। ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগপত্র দাখিল করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর