নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশকে সাফ জিতিয়েছিলেন দেশের নারী ফুটবলের সবচেয়ে পরিচিত কোচ গোলাম রব্বানী ছোটন। এবার এই ট্রফি জয়ের নেপথ্যের নায়ক ইংলিশ কোচ পিটার বাটলার। অসাধারণ এই সাফল্য এনে দেয়ার পরপরই অবশ্য বাংলাদেশ দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাটলার।
গতকাল (৩০ অক্টোবর) দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্ট জয়ের পর পুরো দল যখন উদযাপনে মত্ত, তখন সংবাদ সম্মেলনে এসে এই দল থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন কোচ।
পিটার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ আছে আরও ২ মাস। সেই ২ মাস শেষের পর চুক্তি নবায়নের আর কোনো ইচ্ছা নেই বাটলারের। মেয়াদ শেষ হলেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তবে গতকালের ফাইনালই মেয়েদের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
ট্রফি জয়ের পরেও কেন বাংলাদেশ দলের হয়ে কাজ করতে চান না বাটলার, এমন প্রশ্নের উত্তরে দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যার ব্যাখ্যায় তিনি বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’
চলতি বছরের মার্চে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পান পিটার বাটলার। এর আগে বাফুফের এলিট একাডেমিতেও কাজ করেছেন বছরখানেকের মতো। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন সময় ঝামেলায় পড়তে হয়েছিল তাকে। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির মধ্যে পড়তে হয়েছে। সবকিছু মুখ বুজে সয়ে গেলেও সেটা আর চালিয়ে যেতে চাইছেন না তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর