মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ নারী দলের দেশে পা রাখার দিনে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার পর বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা।
সন্ধ্যার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, পুরো দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে অঙ্গীকারবদ্ধ। এই ঐতিহাসিক জয় পুরো জাতির আগ্রহ এবং সহযোগিতা বৃদ্ধি করবে।'
বিসিবি সভাপতি বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুই বার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যেরকম পারি আরকি।’
এছাড়া, আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বাধীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের এক কোটি টাকা দেয়ার ঘোষণা দিল।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেছে সাবিনা খাতুন বাহিনী। ২০২২ সালের মতো বাফুফে এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নারী ফুটবলাররা বাফুফে ভবনে পৌঁছান। সেখানেই আসিফ তাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর