ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা শহরে রকেট হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। উত্তর ইসরায়েলের গিল'আম জংশনের কাছে ওই হামলায় ৩০ ও ৬০ বছর বয়সী দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাঙ্ক পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এমডিএ'র বরাতে বলেছে, রকেট হামলায় আহত ওই দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে প্যারামেডিকরা তাদের বাঁচাতে পারেনি। এ ঘটনায় ৫৫ বছরের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাইফার রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসে স্থানান্তর করা হচ্ছে।
এমডিএ প্যারামেডিকস ইতাই মাজোর এবং ইশাই লেভি ঘটনাস্থলে পৌঁছে দেখা দৃশ্য বর্ণনা করে বলেছেন, "আমাদের অলিভ গ্রোভে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে ৩০ বছর বয়সী একজনকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। খোঁজাখুঁজির পর আরও একজনকে মাল্টি-সিস্টেম ইনজুরিসহ গুরুতর অবস্থায় খুঁজে পাই। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনকেই আমাদের মৃত ঘোষণা করতে হয়েছে।”
এমডিএ আগে বলেছিল যে ২০ বছর বয়সী এক নারী হামলার পরে শ্বরামের কাছে শ্যাম্পেল থেকে হালকাভাবে আহত হয়েছে। এমডিএ প্যারামেডিকরা তাকে চিকিৎসা দিয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালে স্থানান্তর করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অপর এক হামলায় ইসরায়েলের মেটুলা শহরে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল দেশটির চ্যানেল ১২-এর বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক এবং বাকি চারজন বিদেশি কর্মী। ইসরায়েল বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া রকেটটি উত্তর সীমান্ত শহরের নিকটবর্তী একটি কৃষি এলাকায় আঘাত হানে। সেখানে হতাহতের এই ঘটনা ঘটে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর