আরিফ রাসেল অর্থনীতি বিভাগ ১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। বর্তমানে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। তবে তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। জানা যায়, তিনি কলেজে নারী কেলেঙ্কারিতে জড়িত এবং একাধিক মামলার আসামি।
ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা জানান, আরিফ রাসেল ছাত্রলীগ নেতাদের ভয় দেখিয়ে তাকে(ভুক্তভোগী শিক্ষার্থী) বিভিন্ন ভাবে হেনস্তা, মারধর ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী শিক্ষার্থীর ছাত্রীত্ব বাতিলের হুমকি দিয়ে ধারালো অস্ত্রের মুখে তাকে (ভুক্তভোগী শিক্ষার্থী) জোরপূর্বক বিয়ে করে। গত ২২শে ফেব্রুয়ারি ভুক্তভোগী আরিফ রাসেলকে ডিভোর্স দেওয়ার কথা বললে আরিফ রাসেল ও তার অপরাধের সাথে সংশ্লিষ্টরা তিতুমীর কলেজ মাঠে ভুক্তভোগী ও তাকে বাঁচাতে আসা শিক্ষার্থীদের পিটিয়ে জখম ও রক্তাক্ত করে। এই ঘটনার সাথে বাগেরহাট ছাত্র কল্যাণের তৎকালীন সদস্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের এস এম রাসেলও মারামারির ঘটনায় জড়িত। বিষয়টি রাজনৈতিক প্রভাব বিস্তার করে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। ২৭শে ফেব্রুয়ারি আইনগতভাবে ডিভোর্স দেওয়ার পর উচ্ছৃঙ্খল ও মাদকাসক্ত আরিফ রাসেল ও তার মাসহ অপরাধের সাথে সংশ্লিষ্টরা ভুক্তভোগীর বাসায় গত ৪ঠা এপ্রিল গিয়ে আবারও হামলা চালায়।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা আরিফ রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। তার বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা ও বাসায় দলবেঁধে হামলার পরিপ্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে আরিফ রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
অনুসন্ধানে ভুক্তভোগীদের সাথে ঘটে যাওয়া ঘটনাসহ বিভিন্ন অডিও ও মামলার বিষয়ে এবং সাধারণ ডায়েরির চূড়ান্ত সত্যতা পাওয়া গেছে। এখনো আরিফ রাসেল ভুক্তভোগী ও তার পরিবারকে হয়রানি ও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরিফ রাসেল বলেন, আমি তাকে জোরপূর্বক বিয়ে করিনি। মেয়ে আমাকে 'ইমোশনাল ব্ল্যাকমেইল' করে বিয়ে করেছে এবং বিয়ের সম্পূর্ণ খরচ সেই বহন করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে মারধরের ঘটনা অস্বীকার করে আরিফ রাসেল বলেন, আমি তার উপর কোন হামলা করিনি উলটো মেয়ের দুলাভাই ও তার বন্ধুরা মিলে আমিসহ আমার দুই বান্ধবীর উপর হামলা চালায়। তারা আমার বিরুদ্ধে মামলা করেছে উকিলের মাধ্যমে মামলার কপি পেয়েছি।
এই বিষয় বাগেরহাট জেলা ছাত্রকল্যানের উপদেষ্টা রেজওয়ানুল হক সবুজের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর