যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সীরাত পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ.। এসময় তিনি বলেন, ইসলামিক কালচারাল সোসাইটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সিরাতপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এ আমি উপস্থিত হতে পেরে অনেক আনন্দ উপভোগ করছি। তোমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি চাই তোমাদের উদ্দেশ্য ও তোমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছাত্র ও পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন ও প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ.। বিচার মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: আকরামুল ইসলাম ও ছাত্র হলের ইমাম মো. হাফিজ উদ্দিন।
উল্লেখ্য অনুষ্ঠানটিতে সিরাত কুইজ, কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, কুইজ দৌড়, উপস্থিত বক্তৃতা, আবৃতি প্রতিযোগিতায় মোট ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর