জাঁকজমকপূর্ণভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদ্যাপিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর আতশবাজি ও ফানুস উড়ানোর মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জ., অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ড. কিশোর কুমার মজুমদার, ড. অভিনু কিবরিয়া ইসলাম, তরুণ সেন, যশোর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন ঘোষ প্রমুখ।
অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন দেবদেবী বা ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না। এর কারণ হলো পর্যাপ্ত পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব। আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে যশোর পূজা উদ্যাপন পরিষদ হতে আগত অতিথিবৃন্দ মন্দির স্থাপনের বিষয়ে কথা বলবেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটি প্রার্থনার জায়গা অতীব প্রয়োজন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানান। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় থাকাকালীন শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির স্মৃতিচারণ করেন তিনি।
পূজায় অঞ্জলি শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, পূজায় সনাতনী পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর