
ঢাকার কেরানীগঞ্জে রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান কমলকে হত্যার হুমকি, ভয়-ভীতি প্রদর্শন এবং তার নামে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ রিকশা মালিক সমিতি সদস্যরা।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার জনি টাওয়ার এলাকায় এ মানববন্ধনে রিকশা মালিক সমিতির নেতৃবৃন্দ, কয়েকটি সামাজিক সংগঠন, ও জিনজিরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দসহ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
এ সময় হাফিজুর রহমান কমল তার বক্তব্য বলেন,স্থানীয় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ জুলফিকার রানা,প্রিন্স,নবাব,লাল মিয়া,মন্টু ও মামুনের বিরুদ্ধে এলাকাবাসীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলায় আমার বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় আমি কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে উপস্থিত বক্তারা,দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল জনি টাওয়ার থেকে শুরু করে ছাটগাও কবরস্থান হয়ে জিনজিরা বাস রোড প্রদক্ষিণ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর