
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভারতীয় ৫৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯ এর অভিযানিক একটি দল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকা থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভারত থেকে চোরাই পথে আনা বড় একটি মাদকের চালের খবর পায়। খবর পেয়ে উত্তর কাপনা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫৯০ বোতল ভারতীয় মদ ও ০৬ বোতল বিয়ার উদ্ধার করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
র্যাব-৯ সিলেট সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশ্বম্ভরপুর থানায় পলাতক আসামী এবং অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর