
‘বিগত সরকার বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমরা বাড়িতে থাকতে পারেননি। সবাইকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবচাইতে ভালো প্রতিশোধ হতে পারে গণতন্ত্র ফিরিয়ে আনা’ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।
শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন চরাইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন তিনটি ওয়ার্ডের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। ১৬ বছর আন্দোলন সংগ্রাম শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে। বর্তমান সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখতে হলে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কালিন্দী ইউনিয়নে বিএনপি'র শাসনামলের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের তথ্য তুলে ধরে আগামী নির্বাচনে তার পিতা আমান উল্লাহ আমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য নিজেকে ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
কালিন্দী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মেহবুব হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শামীম হাসান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর