অনুষ্ঠাতব্য ২০২২ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত অবৈধ ফলাফল বাতিল করে প্রতিপক্ষ এম বজলুল হককে বিজয়ী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা দেড়টার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত সংবাদ পাঠ করে বজলুল হক খান রিপন বলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জেলা পরিষদ নির্বাচনে আমার প্রধান প্রতিপক্ষ ছিল। আমাকে নির্বাচন থেকে সরাতে হেতু কোনো কাজ নেই যা তার দল এবং তিনি করেননি। আমার বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট করেছে তার দলের দুর্বৃত্তরা। লাঞ্ছিত করেছে আমাকে এবং আমার পরিবারকে। নির্বাচনে কারচুপির মাধ্যমেও যখন দেখলেন তিনি বিজয়ী হতে পারছেন না তখন প্রশাসন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তার দল তাকে নির্বাচিত ঘোষণা করেন।
অন্য সব জেলাতে বিকেল চারটার ভিতরে ফল ঘোষণা হতে থাকলেও মানিকগঞ্জে রাত আটটা পর্যন্ত চলেছে মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দফায় দফায় বৈঠক। আমার এজেন্ট এবং কর্মীদের করা হয়েছে লাঞ্ছিত। এই ঘটনার পর আমি আদালতে মামলা করেছি, মামলাটি চলমান। আমি এবং আমার ভোটাররা আদালতের রায় মেনে নিতে প্রস্তুত।
এ সময়, সাবেক জেল সুপার ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মৌহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হেনা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্টেডিয়াম রোড জামে মসজিদের সহ-সাধারণ সম্পাদক মো. শফিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান উপদেষ্টা গোলাম সারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর