দেশের কর্মহীন লাখো বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রান্তিক পোল্ট্রি শিল্প। কিন্তু খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী কর্পোরেট কোম্পানিগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রান্তিক খামারিদের জিম্মি করে এ ব্যবসায় ধস নামাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প অ্যাসোসিয়েশন। এই সিন্ডিকেটের হাত থেকে পোল্ট্রি শিল্প রক্ষা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত কমিটি গঠন ও আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক।
সভায় বক্তারা বলেন, 'বাংলাদেশে অযৌক্তিকভাবে ডিম ও মুরগি মূল্য বৃদ্ধি এবং মুরগির বাচ্চার কার্টুনের গায়ে মূল্য নির্ধারণ না থাকায় প্রান্তিক খামারিরা নিপীড়িত নির্যাতিত। বর্তমান খুচরা বাজারে রেডি মুরগির যে দাম তা খামারিদের মুরগি থেকে দুইগুণ বেশি রাখা হয়। এসময় বৈষম্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও প্রান্তিক খামারিদের ৬ দফা দাবি বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠান থেকে ৩ দফা দাবি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক। দাবি সমূহ হলো, আগামী ১লা জানুয়ারি-২০২৫ থেকে সারাদেশে সকল প্রকার মুরগির বাচ্চা উৎপাদন বন্ধ রাখা, প্রত্যেক জেলা-উপজেলায় কমিটি গঠন এবং এদের মাধ্যমে আড়ত তৈরি এবং এদের মাধ্যমে কম মূল্যে মুরগি ও ডিম বিক্রি করা, প্রতিটি জেলায় এ সংগঠনের মাধ্যমে প্রান্তিক খামারিদের নিকট স্বল্প মূল্যে মুরগির বাচ্চা এবং খাদ্য বিতরণ করার উদ্যোগ নেওয়া।
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. জুবাইদা আক্তার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, কেন্দ্রীয় সদস্য সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর