
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম নামের এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা বাজারের শান্তি পরিবহণ কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তি খাগড়াছড়ির দীঘিনালা মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে তল্লাশি চালায় মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ্র দেবনাথ'র নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় যাত্রী বেশে থাকা মাদককারবারীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর