ধর্মীয় সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভূসহ সংখ্যালঘু নেতৃবৃন্দ বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা (রাষ্ট্রদ্রোহ) প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখা।
শনিবার (২ নভেম্বর) বিকেলে রাঙামাটি পৌর চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের রাঙামাটি জেলা সহ-সভাপতি পলাশ কুসুম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি অরুপ মুৎসুদ্দী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা কবি পাগলা জাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রুপন ধর। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটির সহ-সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টচার্য্য।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ভারতীয় নই, আমরা রোহিঙ্গা নই, আমরা বাংলাদেশি। আমরা সৃজনশীল আমরা মানবিকতার পক্ষে, নিজেদের মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে বারবার আমরা লাঞ্ছিত হই।
বক্তারা বলেন, যেখানে মানবাধিকারের কথা বলা হচ্ছে, সেখানে মামলা-হামলা করে রুখে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বৈষম্যবিরোধী বাংলাদেশ চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার।
বক্তারা আরো বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। সমাবেশে বক্তারা অবিলম্বে ১৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের প্রধান সড়ক ঘুরে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর