
শেরপুরে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ওসি মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়নরম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি আমাদেরকে জানিয়েছেন। তবে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর