চুয়াডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।রবিবার (৩ নভেম্বর) সকাল সারে ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আয়োজন করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুম গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির নিমিত্রে এই সার বীজ বিতরণ করা হয় কৃষকদের।
এসময় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপর শুরু হয় কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। এরপর সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। চুয়াডাঙ্গার কৃষি অগ্রগতি ও কৃষিতে আরও ফসলের উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা সভা করা হয়।
সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় কৃষিতে অনেক সমৃদ্ধি। আর এই সমৃদ্ধি আরও বাড়াতে হলে কৃষিতে কৃষকদের প্রণোদনার কোন বিকল্প নেই। চুয়াডাঙ্গায় এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না। সব ফাঁকা পতিত জমিতে বীজ বুনে ফসল আবাদ করতে হবে। চুয়াডাঙ্গায় শীতকালীন সবজি উৎপাদনে রেকর্ড। তাই সবজি চাষাবাদ আরও বৃদ্ধি করতে হবে। চুয়াডাঙ্গায় কৃষি সেবা বাড়াতে হবে। কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষি অফিসারদের কৃষকদের মাঝে পরামর্শ অব্যাহত রাখতে হবে। রবি প্রণোদনা কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা উৎসাহী হয়ে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিভাগের উপ-পরিচালক কৃঞ্চ রায়, চুয়াডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) এস এম আসিষ মোমতাজ। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আসিফ ইকবাল, প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জানাগেছে, ৩ হাজার ২৭০ জন কৃষকদের মাঝে ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকার এই প্রণোদনা সহায়তা দেয়া হয়। এরমধ্যে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষার বীজ ১ কেজি, পেয়াঁজের বীজ ১ কেজি, মশুরের বীজ ৫ কেজি, মুগের বীজ ৫ কেজি, অড়হড় বীজ ২ কেজি ও ডিএপি ৫ কেজি এমওপি ৫ কেজি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর