নাব্যতা সংকট কাটিয়ে দীর্ঘ ৩৭ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুট ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। অচল অবস্থার দেড়দিনে আরিচা এবং কাজিরহাট পয়েন্টে সহস্রাধিক যানবাহন আটকা ছিল। এতে করে ভোগান্তিতে পরেছে চালক-হেলপারেরা। রোববার (৩ নভেম্বর) দুপুর দেড়টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নদীতে পানি কমে যাওয়ায় এই রুটের নৌ চ্যানেলটি সরু হতে থাকে। ফলে নাব্যতা সংকটের কারণে শুক্রবার(১ নভেম্বর) রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট এলাকায় দুপাশে প্রায় সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীর নাব্য রক্ষার্থে ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে এসার টার দিকে পরীক্ষামূলকভাবে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর