দেশের প্রায় সকল প্রতিষ্ঠানে বর্তমানে কর্মকর্তা নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (৩ নভেম্বর) বিকালে সাভারের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজীতে নবনির্মিত জীন ব্যাংক ভবন পরিদর্শন ও তথ্য সংগ্রহে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদে জাতীয় জিন ব্যাংক নীতিমালার একটি খসড়া উত্থাপিত হয়েছে। তারই লক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে (এনআইবি) ভবনসহ জিন ব্যাংক নির্মাণ করা হচ্ছে। খসড়া নীতিমালাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বুঝা দরকার, তারই লক্ষে নবনির্মিত জিন ব্যাংকটির সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নিতে আজকের এই পরিদর্শন কর্মসূচি। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়ার কথাও জানান তিনি।
পরিদর্শনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর