বরগুনায় তিন বছরের শিশু কন্যাকে ডৌয়া ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলো, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে পোটকাখালী গ্রামের মিম আবাসনের মৃত লাল মিয়ার ছেলে মো: শাহীন (৩৫)। রায় ঘোষনার সময় আসামী ট্রাইব্যুনালে উপস্থিত ছিল। এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমানবাবুল।
মামলা সূত্রে জানা যায়, একই আবাসনের বাসিন্দা ভিকটিমের মা মোসা. রুমি বেগম বরগুনা থানায় ২০২২ সালের ২০ জুন অভিযোগ করেন, দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন ও আমি একই আবাসনে বসবাস করি। শাহীনের স্ত্রী দুই বছর আগে বিদেশে চলে যায়। বাদির তিন বছরের মেয়েকে শাহীন আদর করে দোকানে নিয়ে প্রায় সময় চকলেট কিনে দিত। বাদি কিছু মনে করিত না। ঘটনার দিন ২০২২ সালের ১৯ জুন বিকাল সোয়া তিনটায় শাহীন বাদির মেয়েকে ডৌয়া ফল দেওয়ার কথা বলে তার ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাদির মেয়ে পা ফাঁক করে কাঁদতে কাঁদতে শাহীনের ঘর থেকে বের হয়। বাদি তার মেয়ের কাছে জানতে চায় তুই কাঁদো কেনো। এ সময় ভিকটিম বলে শাহীন ভাইয়া আমাকে ব্যথা দিয়েছে। বাদি ভিকটিমের পরিহিত পাজামা খুলে দেখতে পায় তার মেয়ে ধর্ষিত হয়েছে। ধর্ষণের আলামত ভিকটিমের শরীরে রয়েছে। বাদি ডাক চিৎকার দিলে শাহীন দ্রুত পালিয়ে যায়।
বাদি ২০ জুন বরগুনা থানায় শাহীনকে আসামি করে মামলা করে। তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল নোমান ২০২৩ সালের ২৮ জুন শাহীনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর আগে ভিকটিমের ডাক্তারি ও ডিএনএ পরীক্ষা করানো হয়। বাদি পক্ষে ট্রাইব্যুনালে ৬ জন সাক্ষ্য দেয়।
বাদি বলেন, আমি এই রায়ে খুশি হয়েছি। তবে আমার মেয়ের কলঙ্ক কোনোদিন মুছে যাবে না।
আসামি কোর্ট বারান্দায় বলে, এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করব।
রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আজকাল শিশুরা বিভিন্ন সময় পাশবিক নির্যাতনের শিকার হয়। এই ম্যাসেজটি সবার কাছে পৌঁছলে অপরাধ অনেকটা কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর