গাজীপুরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের মালিকানাধীন ছয়টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে কারখানাগুলোর সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয় মালিকপক্ষ। এছাড়া কাশিমপুর এলাকায় শ্রমিক আন্দোলনের জেরে ১৮টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড ও তুসুকা ওয়াশিং লিমিটেড।
জানা গেছে, শনিবার থেকে একদল শ্রমিক বহিরাগতদের নিয়ে অযৌক্তিক দাবিতে ধর্মঘট শুরু করে। তারা সকাল বে লা হাজিরা দিয়ে কারখানার প্রধান গেটে জড়ো হয়ে অস্থিরতা তৈরি করে। কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একাধিকবার কাজে ফেরার আহ্বান জানালেও তারা শোনেননি। শ্রমিকদের একটি অংশের অস্থিতিশীল আচরণের কারণে দাঙ্গা-হাঙ্গামা এবং মারামারির মতো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়।
শ্রমিকদের এ কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। তাদের এ কর্মকাণ্ডের কারণে কারখানার কর্মকর্তা, সম্পত্তি ও অন্যান্য কর্মচারীর জন্য হুমকি তৈরি হয়। তাই বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী-কাশিমপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, শনিবার শ্রমিকরা ২১ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। পরে মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নিলেও শ্রমিকরা কর্মসূচি চালিয়ে যান। এ কারণে তুসুকা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানা ঘোষণা করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর