বাংলাদেশ নারী ফুটবল দল, যাদের পরিচিতি "বাঘিনী", গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশের ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফাইনালে নেপালের বিরুদ্ধে অসাধারণ খেলায় ২-১ ব্যবধানে জয়লাভ করে তারা।
কিন্তু এই সাফল্যের মধ্যেই এক শকিং খবর আসে। দলের প্রধান ইংলিশ কোচ পিটার বাটলার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তিনি জানান, বাফুফের উপর তার রাগ, অভিমান, হতাশা ও ব্যক্তিগত কিছু কারণে দলের সঙ্গে আমি আর থাকতে পারছেন না।
দায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
কোচ হিসেবে তাঁর নেতৃত্বে বাঘিনীরা ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করেছে।
এখন প্রশ্ন উঠেছে, দলের ভবিষ্যৎ কেমন হবে? বাঘিনীদের এই সাফল্যের পর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফুটবল মহলে সবাই এক নজরে চেয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, যাতে এই তরুণ প্রতিভাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।
বাংলাদেশের ফুটবলে এ এক নতুন অধ্যায়, যেখানে বাঘিনীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে। কোচে বিদায়ের পরে তাঁদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর