নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যমী কয়েকজন যুবক।
পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য বিনষ্ট যাতে না হয় তারই লক্ষে প্রচার, প্রচারণা চালানো, পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
কাকডাকা ভোরে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ছুটে যাচ্ছেন এ প্রান্ত থেকে অপর প্রান্ত। নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি এসএম রাজু আহমেদ সহ উদ্যমী যুবকরা। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা সহ সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।
আরো যারা সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা হলেন পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রবিন খান, ফজলে রাব্বি, শুভ সরকার, মাসুদ রানা, মাহিদুল ইসলাম, মোতালেব হোসেন, রনজু আহমেদ, লিটন আহমেদ, মুন, আল-আমিন, আরিফ, তোহা সহ ১৫/২০ জন তরুন যুবক।
পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চলনবিল বাংলাদেশের বৃহৎ বিল। বছরের ৫ মাস বর্ষায় আবদ্ধ থাকে। এসময় বানা দিয়ে অনেকে মাছ শিকার করে পানির প্রবাহ রোধ করে। শামুক ঝিনুক ধ্বংস করতে সচেষ্ট থাকে অনেকে। শীতের হাওয়া আসার সাথে পাখি শিকারিরা ও তৎপর হয়ে পড়ে। পরিবেশ কর্মীরা এসব বিষয়ে সচেতনতা তৈরি সহ অভিযান পরিচালনা করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, চলনবিলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ কর্মীরা সজাগ। প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর