বাগেরহাটে দিনে দুপুরে সজিব তরফদার (৪০) নামের বিএনপির এক নেতাকে প্রথমে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পরে গুলি করে হত্যা ও কামাল (৫৫) নামে আরও এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজিব তরফদার এপাসি আরটিয়ার একটি মোটর সাইকেল করে বাগেরহাট থেকে ডেমার উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন লোক তার মটরসাইকেলের গতিরোধ করতে বলে। প্রথমে মোটর সাইকেলটির গতিরোধ করতে না পারায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । সাথে সাথে মটর সাইকেল আরোহী সজিব তরফদার মাটিতে পরে যায়। পরে তার শরীরে তাক করে গুলি করে ফেলে রেখে যায় হত্যাকারীরা। গুলি করার সাথে সাথে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমি সাধারণ লোকদের সাথে কথা বলেছি। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে মৃতদেহের সুরতহাল রিপোর্টের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর