সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দীর্ঘ চার বছর পর নিজ জমি পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান (৭৩)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিজ কার্যালয়ে নামজারি খতিয়ান তুলে দেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, আব্দুল জলিলের বড়ছড়া মৌজার ল্যান্ড সার্ভে মোকদ্দমা ছিল। দীর্ঘ চার বছরে পর সকল প্রমাণের ভিত্তিতে ল্যান্ড সার্ভে মোকদ্দমা পরিচালনা শেষে নিজ পক্ষে জমির রায় পেয়েছেন। সে প্রেক্ষিতে নামজারি সম্পন্ন করা হয়েছে এবং নামজারি খতিয়ান সরবরাহ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান (৭৩)জানান,আমি অনেক খুশি। আমি আমার জমি বুঝে পেয়েছি আর ন্যায় বিচারও পেয়েছি।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদউল্লাহ জানান, ভূমি অফিসের সেবায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ধরনের কৃতি নাগরিকদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত ও ধন্য। এছাড়াও ভূমি সংক্রান্ত সকল অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও নজরদারি রয়েছে আমার পক্ষ থেকে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর