সাভারের ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করে হ্যালো বেবি উৎপাদন করা ৯ ধরনের ভেজাল শিশুখাদ্য পাওয়া গেছে। এমন অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখটাকা জরিমানা ও সিলগালা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরের দিকে তেঁতুলঝরা ইউনিয়নের হলমার্ক এলাকায় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এই অভিযানটি পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন সাভার মডেল থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এন এস আই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ৯ ধরনের পণ্য উৎপাদন ও বিপণন করে আসছিল। পণ্যগুলোর মধ্যে রয়েছে, ম্যাংগো ড্রিংকস,লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংকস। ভায়োলেট কালার ফুড, গ্রিন ফুড কালার, লেমন ইয়েলো ফুড , ইত্যাদি উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে।
এ ছাড়া,পণ্যের বোতলে লেবেলে উৎপাদন, মেয়াদ, প্রতিষ্ঠানের নাম ঠিকানা যথাযথভাবে না দেয়া, জেনে বুঝে শিশু খাদ্যে ভেজাল দেয়া, অনুমোদনহীন রং শিশু খাদ্যে মিশ্রণ করা, পণ্যের নকল উৎপাদন করা অপরাধে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফরচুন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর