সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে গাড়ি থেকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড করার পর মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় ১১ হাজার ১ শত ৬৩ টাকা, ৮ টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কাজিপুরের আলমপুর এলাকার বাবু, হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো: সোহেল, বেলাল (৩০), সজীব (১৯), মো. রুবেল (৩০)।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত রাস্তায় চলাচল করা থ্রী-হুইলার থেকে শুরু করে সকল যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ১ হাজার টাকা অর্থদণ্ড করে মুচলেকা গ্রহণের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় ও জব্দ করা ১১ হাজার টাকা এতিমখানায় বিতরণসহ চাঁদা আদায়ের রশিদ গুলো পুড়িয়ে দেওয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর