ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরী। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। আগেও বিভিন্ন মেয়াদে সমিতির গুরুত্বপূর্ণ পদে ছিলেন এ অভিনেতা।
নতুন কাজের খবর না থাকলেও এই নায়ক হঠাৎ করেই রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় উঠে এসেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে রোষানলে পড়েছেন জয় চৌধুরী।
হঠাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা ও দেশে ফেরার আহ্বান জানিয়ে নায়ক জয় চৌধুরীর ফেসবুক পোস্টে তার সমসাময়িক অনেকেই বিভ্রান্ত। কারণ, বিএনপি নিয়ে তিনি আগে কখনোই কোনো কথা বলেননি। জয় চৌধুরীর চলাফেরা ও ওঠাবসাও ছিল আওয়ামী ঘরানার সবার সঙ্গে। তাই তো ফেসবুক অনুসারীদের কেউ কেউ জয় চৌধুরীর উদ্দেশে মন্তব্যে লিখেছেন, হঠাৎ সুর বদলানো বন্ধ করেন।
সোমবার (৪ নভেম্বর) জয় তার ফেসবুক পেজে তারেক রহমানের একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর