নোয়াখালী সুবর্ণচর উপজেলায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাসুমা আতিয়া জিন্নাত ও তার পরিবারকে কুপিয়ে হত্যা চেষ্টার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন আয়োজন করে বিদ্যালয়ের ছাত্রকল্যাণ সংগঠন,ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা জানায়,গেল ৪ নভেম্বর ১২ সাড়ে ১২ টায় জিন্নাত বিদ্যালয় থেকে বাড়িতে ফিরলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে কতিপয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে জিন্নাত ও তার পরিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর আগেও একাধিকবার জিন্নাত ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে। এ ঘটনায় ৬ জন আসামির মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে কিন্তু ঘটনার মূল হোতা এবং তার সাঙ্গপাঙ্গ ভাড়াটিয়া সন্ত্রাসীরা এখনো গ্রেফতার হয়নি। বক্তারা ২৪ মধ্যে ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করার দাবি জানান এবং দাবি না মানা হলে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা আরো বলেন,কারো পারিবারিক ব্যক্তিগত রেসারেসি পারিবারিক ঝামেলা থাকতে পারে কিন্তু সেটার বলির পাঠা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন পড়বে, কেন শিক্ষার্থীরা নির্যাতিত হবে, জীবন দেবে, নানা অজুহাতে সারাদেশে চলছে শিক্ষার্থী নির্যাতন এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে সকলের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর