বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক উপি সদস্য সজীব তরফদার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের পুরোনো বাজার মোড় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শাহেদ আলী রবি, মাহবুবুর রহমান টুটুল, খাদেম নেয়ামুল নাসির আলাপ, হাদিউজ্জামান হিরো,মেহেবুবুল হক কিশোরসহ জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, বিএনপি নেতা সজীব তরফদার কে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসরা হত্যা করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে যদি খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় প্রশাসন তাহলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ার দেন।
এর আগে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল যোগে চাচাকে নিয়ে বাগেরহাট শহরে যাবার পথে সদর উপজেলার মির্জাপুর আমতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বিএনপি নেতা সজীবকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর