এনআইডি মূল স্মার্ট কার্ড না থাকায় পাসপোর্ট সহ নানান কাজে ভেরিফাই কপি সংগ্রহ করতে হয় নির্বাচন অফিস হতে।গেল ১ মাস আগে ভেরিফাই কপি সংগ্রহ করা সহজ হলেও এখন তাতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। পূর্বে ভেরিফাই কপির জন্য ফেনী জেলা আঞ্চলিক নির্বাচন অফিসে গেলে সেখানে ১২০ টাকা নগদ পেমেন্ট করলেই গ্রাহক ভেরিফাই কপি পেত।
এখন এক ভেরিফাই কপির জন্য প্রথমে ৬০ টাকা দিয়ে কম্পিউটার দোকান হতে চালান কাটতে হয়।চালান কাটার পর ১০ টাকা দিয়ে আবেদনের একটি কপি সংগ্রহ করতে হয়।এরপর সোনালী ব্যাংক/ বা যেকোনো ব্যাংকে গিয়ে একটি প্রথমে চালানে সিলমোহর দিয়ে পরীক্ষা করার পর ১৫ নং বুথে চালানের টাকা জমা দেওয়ার জন্য দীর্ঘ লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়।
এ বিষয়ে ভুক্তভোগী মনছুর আলম নামক এক ভুক্তভোগী যার পরিচয় পত্র নং ৩৩১৮৪২৭৭৬৬ গ্রাম: তেতৈয়া, ছনুয়া বাজার। পাসপোর্টের আবেদন জমা দিতে সকল কাগজ পত্রের পর এবার ভেরিফাইড কপির জন্য পাসপোর্ট অফিস তাকে ফেরত পাঠায়। কারণ তার কাছে স্মার্ট কার্ড নেই।অনলাইন এনআইডি কার্ড রয়েছে। ফলে ভেরিফাই কপির জন্য দুপুর ১১.২০ মিনিটে নির্বাচন অফিসে গেলে সেখানে ১০৩ নম্বরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফেরত পাঠায়। একটি চার্ট দেখিয়ে আবেদন করা,চালান নিয়ে আসার জন্য জানান।এরপর সকল বুথ শেষ করে ১২.৪০ মিনিটে তার কাঙ্ক্ষিত ভেরিফাই কপি পায়।১টি ভেরিফাই কপি পেতে ১ ঘণ্টার অধিক সময় ব্যয় হওয়ায় ক্ষুব্ধতা প্রকাশ করেন মনছুর। তিনি বলেন" দেশ কেমন স্মার্ট হল।এক ভেরিফাই কপির ১১৫/- টাকা জমা দিতে ৪০ মিনিট সিরিয়ালে দাঁড়িয়েছি। "
এছাড়াও ভেরিফাই কপি নিয়ে আসা অনেকেই ক্ষুব্ধতা জানান। তারা চালান গ্রহণে আরেকটি বুথ চালুর দাবি জানান। ইউসুফ রানা নামে সোনাগাজির এক ভোটার পাসপোর্ট জমা দিতে এসেছেন। সেখানে পাসপোর্ট গ্রহণে তার স্মার্ট কার্ড না থাকায় ভেরিফাই কপির জন্য পাসপোর্ট অফিস প্রেরণ করে। নির্বাচন অফিসের গেলে সেখানে দেওয়ালে প্রদর্শিত চার্ট অনুযায়ী কম্পিউটার দোকানে গিয়ে চালান কেটে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিয়ে এনআইডি ভেরিফাই কপি নিতে গেলে ১০৩ এর কর্মকর্তা তাকে সোনাগাজি নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেন।ফলে তিনি ওইদিন আর পাসপোর্ট জমা করাতে পারেন নি।
এ বিষয়ে অফিসের ১০৩ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, দেশ স্বাধীন হয়েছে।এ কারণে এখন হেন্ডক্যাশ বন্ধ। এতে মানুষ বিপাকে পড়েছে।
ভেরিফাই কপি নিতে আসা অধিকাংশ ভোটারের দাবি, ২০২২ সালে অনেকে অনলাইন কার্ড পেয়েছে।কিন্তু স্মার্ট কার্ড এখনও পান নি। এক্ষেত্রে ভেরিফাই কপি দরকার হয় বিভিন্ন কাজে। এ কপিটি সংগ্রহে যদি সহজ না হয় তারা কিভাবে কাজ করবেন। ব্যাংক ড্রাফট অফিস হতে ব্যাংকের সাথে যোগাযোগ করে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে কপি হাতে প্রদান করুক। এতে মানুষের কষ্ট কমবে।
এ বিষয়ে ফেনীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ওয়াটসএপ মেসেজে প্রতিবেদককে জানান, ব্যাংকে বা বিকাশে টাকা জমা দিতে হয়,অফিসে নগদ টাকা নেওয়া হয় না। এটি সহজ করার কোন উদ্যোগ আছে কি না এ বিষয়ে প্রশ্ন করলে মেসেজ দেখলেও প্রতিবেদককে তিনি কোন উত্তর দেন নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর